নতুন ডে করে তো ফলুসি ঘো ষণা দে য়া হয়ে ছে , বি দে শী শ্রমি ক দে ড় জন্যে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram

২০২৩ সালের জানুয়ারির ২৩ তারিকে , ২৯ ডিসেম্বরের DPCM প্রকাশিত হয়েছে (ডেকরেতো ফলুসি ) চাকরির জন্যে ইতালি তে ঢুকার।  বিদেশী শ্রমিক দের কোটা ঘোষিত হয়েছে |

এবার সর্বোচ্চ ৮২.৭০৫ টি প্রবেশদ্বার ঘোষিত হয়েছে।

•        ৪৪.০০০ জন সিসনাল চাকরির জন্য

•        ৩৮.৭০৫ জন নন সিসনাল চাকরির জন্য, এর মধ্যে :

-৩০.১০৫ জন নন সিসনাল ফিক্স চাকরির জন্য এই সেক্টর গুলো তে নেয়া হবে :  সড়ক পরিবহন, নির্মাণ, হোটেল পর্যটন, যান্ত্রিক, টেলিযোগাযোগ, খাদ্য, জাহাজ নির্মাণ এবং স্ব-কর্মসংস্থান.

-১০০০ টি বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী মন্ত্রণালয় কর্তৃক প্রশিক্ষিত কর্মসূচির জন্য যেমন Befor you go , যারা নাকি বর্তমানে মানুষ সংগ্রহ করছে।

পেরমেসসো দি সজোর্ণ কনভার্ট করা পেরমেসসো দি সজোর্ণ কনভার্ট করতে পারবে একান্ত যাদের :

1.      সিসনাল  জব পার্মিট

2.     স্টুডেন্ট পার্মিট

3.     অন্য ইউরোপিয়ান উনিয়নের দেশি আনলিমিটেড স্টে পার্মিট

 

আবেদন কিভাবে করবেন

অন্যন্য বছরের তুলনায় এবার, কর্মচারীর নুল্লা ওস্তা পাঠানোর আগে প্রতিষ্ঠানের মালিকের ইতালি তে যোগ্য কর্মচারী আছে কিনা আগে খুঁজে দেখতে হবে

খুঁজতে হলে সেন্ট্র ডেল ইম্পিয়াগো , অর্থাৎ কর্মসংস্থান কেন্দ্র তে এই ফর্ম টি পূরণ করতে  হবে। এখানে পড়ুন   guida per i datori/datrici di lavoro.

নুল্লা অস্টার আবেদন শুধুমাত্র তখনি করতে পারবেন যখন:

a)               ১৫ দিনের মধ্যে কর্মসংস্থান কেন্দ্র আপনাকে কোনো রেপ্লায় দিচ্ছেনা

b)              কর্মসংস্থান কেন্দ্র কোনো যোগ্য কর্মচারী খুঁজে বের করতে পারেনি।

c)               কর্মসংস্থান কেন্দ্র থেকে পাঠানো কর্মচারী যদি ইন্টারভিউ তে না আসে আবেদন করার ২০ দিনের মধ্যে।

এই ৩টির মধ্যে যেকোনো একটি সমস্যা যদি দেখা দে তাহলে অবস্যই একটি autocertificazione ( ফর্ম ) নুল্লা অস্টার আবেদন এর সাথে আট্টাচ্ছেদ করে দিতে হবে।

ভালো করে লক্ষ্য করুন: কর্মসংস্থান কেন্দ্রর মাদ্ধমে কর্মচারী খোঁজা লাগবেনা যদি আপনি সিসনাল  কর্মচারী ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে।

আবেদন করার পর যদি কোনো নেগেটিভ উত্তর না আসে তাহলে ৩০ দিনের মধ্যে নুল্লা ওস্তা স্বয়ংকৃত ভাবে যার যার দেশের এম্বেসী তে পাঠানো হবে – অনলাইনে – এবং তারপর এম্বেসী দায়িত্ব হবে ২০ দিনের মধ্যে ভিসা দেয়ার

ক্লিক ডে

২৭ মার্চ ২০২৩ থেকে আবেদন করা যাবে কোটা শেষ না হয়ে পর্যন্ত ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে।

ভালো করে লক্ষ্য করুন: সব আবেদন গুলো নিয়ে কাজ করা হবে প্রথম থেকে যারা পাঠিয়েছে সেই অনুযায়ী। অবস্যই সব কাগজ পত্র সময় মতো রেডি করে রাখতে হবে যাতে আবেদন করার সময় কিছু বাকি না থাকে, তা নাহলে কোটার বাহিরে চলে যাওয়ার সম্ভবনা থাকবে এবং আর আবেদন করতে পারবেন না।

কিছুদিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বিজ্ঞপ্তি বের হবে আবেদন করার পদ্ধুতি সহ।

বিস্তারিত জানতে ভিসিট করুন :

decreto flussi

ঢাকার ইতালিয়ান দূতাবাস

বাংলাদেশ ঢাকার ইতালিয়ান দূতাবাস এড্রেস  Bay’s Edgewater, NE (N) 12 North Avenue, 3rd Floor, Gulshan 2, Dhaka 1212 https://goo.gl/maps/yHTUnNkUwKZWPeXeA    যোগাযোগ  যোগাযোগ করতে টেলিফোন করুন 

 154 Visite totali,  1 visite odierne

Continua a leggere »
Violenza di genere

মানব পাচার মানবাধিকারের একটি গুরুতর লঙ্ঘন

আপনি যদি শোষিত হয়ে থাকেন বা শোষণের স্বীকার হচ্ছেন তাহলে আপনি সহায়তা পেতে পারেন ৮০০২৯০২৯০ নম্বরে ফো্ন করুন ফ্রি-নামবিহীন- ২৪ঘণ্টা সক্রিয় যারা শোষিত হয়েছেন বা

 305 Visite totali,  1 visite odierne

Continua a leggere »
aiuti sociali

ASSOLAVORO :রেফিউজি দেড় কাজ ও সমর্থনের জন্য একটি সেবা

AssoLavoro ,কর্মসংস্থার সংস্থা ও জাতীয় সমিতি,UNCHRএর সাথে কোলাবোরেট করে ,“Accoglienza&Lavoro” নামক একটি প্রজেক্ট প্রচারকরছে। প্রজেক্টি আন্তর্জাতিক সুরক্ষা , সাময়িক সুরক্ষাও স্পেশাল সুরোক্ষাভাগি দেড় জন্য কাজ

 3,174 Visite totali,  1 visite odierne

Continua a leggere »
PHP Code Snippets Powered By : XYZScripts.com