সুপার গ্রীন পাস : ৬ ডিসেম্বর ২০২১ হতে নতুন আইন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram

donna mascherina

নতুন আইন ৬ ডিসেম্বর ২০২১ হতে ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে:

শক্তিশালী গ্রীন পাস (সুপার গ্রীন পাস নামেও পরিচিত) : এটি কে পেতে পারে? 

  • যিনি টিকার কোর্স সম্পন্ন করেছে
    যিনি কোভিড-১৯ রোগ হতে আরোগ্য লাভ করেছে 

সাধারণ/মৌলিক গ্রীন পাস : এটি কে পেতে পারে?

  • যিনি নিয়মিত তাম্পোনে করে 

 সুপার গ্রীন পাস ও সাধারণ গ্রীন পাসের বৈধতা 

সুপার গ্রীন পাস ভ্যাকসিনের শেষ ডোজ গ্রহণের বা সুস্থতার সার্টিফিকেট লাভের সময় থেকে নয় মাস পর্যন্ত বৈধ থাকবে।
সাধারণ গ্রীন পাস মোলেকোলার টেস্টের নেগেটিভ রিপোর্ট পাওয়ার সময় হতে ৭২ ঘন্টা পর্যন্ত, অ্যান্টিজেনিক টেস্টের নেগেটিভ রিপোর্ট পাওয়ার সময় হতে ৪৮ ঘন্টা পর্যন্ত বৈধ থাকবে।

গণ পরিবহনের সংবাদ 

উচ্চগতির ট্রেন এবং বিমান, আঞ্চলিক রেল পরিবহনে (আন্তঃনগর এবং কমিউটার ট্রেন) যাওয়ার জন্য, পূর্ববর্তী ৪৮ ঘন্টার মধ্যে সম্পাদিত নেগেটিভ ফলাফল সহ কমপক্ষে একটি তাম্পোনে দেখানো বাধ্যতামূলক।
নতুনত্ব : এছাড়াও স্থানীয় পাবলিক ট্রান্সপোর্টে তাম্পোনে বাধ্যতামূলক (বাস, কোচ এবং পাতাল রেল), এছাড়াও এই চেকিং আকস্মিকভাবে সঞ্চালিত হবে। সুপার গ্রীন পাসধারীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

বদ্ধ পরিবেশে মাস্ক 

সকল ক্ষেত্রে সকলের জন্য বাধ্যতামূলক।

উন্মুক্ত পরিবেশে মাস্ক 

হলুদ, কমলা ও লাল জোনে বাধ্যতামূলক!  সব পরিস্থিতিতে নিজের সাথে মাস্ক রাখা বাধ্যতামূলক। 

কাজের ক্ষেত্রে কিভাবে কার্যকর হবে 

কর্মক্ষেত্রের জন্য, মোলেকোলার তাম্পোনে হতে প্রাপ্ত (৭২ ঘন্টা পর্যন্ত বৈধ) ও অ্যান্টিজেনিক র‍্যাপিড টেস্ট হতে প্রাপ্ত (৪৮ ঘন্টা পর্যন্ত বৈধ) সাধারণ গ্রীন পাস প্রদর্শনই যথেষ্ট । অপরদিকে ক্যান্টিনে প্রবেশের জন্য সুপার গ্রীন পাস থাকা বাধ্যতামূলক।

 কর্মক্ষেত্রে কে চেক ও জরিমানা করবে 

কর্মক্ষেত্রে চেকের বিষয়টি অপরিবর্তিত থাকবে। কর্মচারীদের সাধারণ গ্রীন পাস আছে কিনা তা যাচাই করার জন্য নিয়োগকর্তারা দায়ী থাকবেন। কর্মস্থলের প্রবেশদ্বারে চেক করা উচিৎ এবং এটি নমুনার ভিত্তিতেও করা যেতে পারে। নিয়ম অমান্যকারীর জন্য ৬০০ হতে ১৫০০ ইউরো পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। যিনি চেক করবেনা তার জন্য ৪০০ হতে ১০০০ ইউরো পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে।

সুপার গ্রীন পাস ছাড়া ব্যক্তিদের জন্য বার, রেস্টুরেন্ট ও ডিস্কো নিষিদ্ধ করা হয়েছে

এমনকি সাদা জোনে হলেও, টিকা গ্রহণ না করা ব্যক্তিরা বার, রেস্টুরেন্ট এর বদ্ধ পরিবেশে প্রবেশ করতে পারবেনা,একইসাথে পার্টি, ডিস্কো ও পাবলিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে পারবে না বা তারা স্টেডিয়াম এবং আখড়াগুলিতে আয়োজনকৃত ক্রীড়া ইভেন্টগুলিতে যোগ দিতে পারবে না।
অপরদিকে, তাম্পোনের নেগেটিভ ফলাফল প্রদর্শনপূর্বক সুইমিং পুলজিমে প্রবেশ করতে পারবে।
বিশেষ দ্রষ্টব্য : রেড জোনে যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদের জন্য যে নিয়ম কার্যকর রয়েছে তা সুপার গ্রীন পাসের অধিকারীদের জন্যও কার্যকর হবে।

স্কী সুবিধা : নতুন নিয়ম 

যেখানে সাদা ও হলুদ জোনে সাধারণ গ্রীন পাস এর সাহায্যে স্কী করা সম্ভব, সেখানে কমলা জোনে সুপার গ্রীন পাস থাকা আবশ্যক।আর লাল জোনে স্কী সুবিধাসমূহ সকলের জন্যেই বন্ধ থাকবে।



ঢাকার ইতালিয়ান দূতাবাস

বাংলাদেশ ঢাকার ইতালিয়ান দূতাবাস এড্রেস  Bay’s Edgewater, NE (N) 12 North Avenue, 3rd Floor, Gulshan 2, Dhaka 1212 https://goo.gl/maps/yHTUnNkUwKZWPeXeA    যোগাযোগ  যোগাযোগ করতে টেলিফোন করুন 

 155 Visite totali,  2 visite odierne

Continua a leggere »
Violenza di genere

মানব পাচার মানবাধিকারের একটি গুরুতর লঙ্ঘন

আপনি যদি শোষিত হয়ে থাকেন বা শোষণের স্বীকার হচ্ছেন তাহলে আপনি সহায়তা পেতে পারেন ৮০০২৯০২৯০ নম্বরে ফো্ন করুন ফ্রি-নামবিহীন- ২৪ঘণ্টা সক্রিয় যারা শোষিত হয়েছেন বা

 306 Visite totali,  2 visite odierne

Continua a leggere »
decreto flussi
Asilo e immigrazione

নতুন ডে করে তো ফলুসি ঘো ষণা দে য়া হয়ে ছে , বি দে শী শ্রমি ক দে ড় জন্যে

২০২৩ সালের জানুয়ারির ২৩ তারিকে , ২৯ ডিসেম্বরের DPCM প্রকাশিত হয়েছে (ডেকরেতো ফলুসি ) চাকরির জন্যে ইতালি তে ঢুকার।  বিদেশী শ্রমিক দের কোটা ঘোষিত হয়েছে

 483 Visite totali,  2 visite odierne

Continua a leggere »
PHP Code Snippets Powered By : XYZScripts.com