১০ জানুয়ারির ডিক্রিপরবর্তী টিকা ও গ্রীন পাস সম্পর্কিত বাধ্যবাধকতা : নতুন নিয়মকানুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram

obbligo vaccino over 50

টিকা গ্রীন পাস সম্পর্কিত বর্তমান নিয়ম আপডেটকরণপূর্বক ১০ জানুয়ারি ২০২২ হতে নতুন ডিক্রি বলবৎ হতে যাচ্ছে। 

কে বাধ্যতামূলক টিকার আওতাধীন?(Chi dovrà sottoporsi a vaccinazione obbligatoria?) কখন সুপার গ্রীন পাস প্রদর্শন আবশ্যক ও অপরদিকে এখনো পর্যন্ত কখন সাধারণ গ্রীন পাস থাকাই যথেষ্ট? 

এখানে নতুন ডিক্রি দ্বারা প্রবর্তিত কিছু গুরুত্বপূর্ণ জ্ঞাপন রয়েছে যা ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বা জরুরি অবস্থার শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। 

প্রথমত ১০ জানুয়ারি হতে তৃতীয় ডোজ গ্রহণের সময় সংক্ষিপ্ত করা হবে : তৃতীয় ডোজটি দ্বিতীয় ডোজ নেয়ার ৫মাস পরের পরিবর্তে ৪মাস পরেই নেয়া যাবে। 

দ্বিতীয়ত ১ ফেব্রুয়ারি হতে গ্রীন পাসের মেয়াদ মাসের স্থলে কমিয়ে মাস করা হবে

এছাড়াও কিছু নির্দিষ্ট বিভাগের জন্য বিশেষ নিয়ম আছে: আসুন দেখা যাক সেগুলি কি কি।

৫০ বয়সোর্ধ (Over 50)

নতুন ডিক্রি নিম্নলিখিত টিকা দেওয়ার বাধ্যবাধকতা প্রবর্তন করে : 

  • ইতালিতে অবস্থিত ইতালিয়ান বা সজ্জর্ণের অধিকারী বিদেশীসহ সমস্ত নাগরিক যাদের অন্তত ৫০ বছর হয়েছে (বা যে ১৫ জানুয়ারির মধ্যে ৫০ বছর পূর্ণ করবে), যারা জাতীয় স্বাস্থ্যসেবার নিবন্ধিত বা নিবন্ধিত নন। 
  • যারা চিকিৎসকের সার্টিফিকেট প্রদর্শন করতে সক্ষম হবেন তারা টিকা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। (Sono esentati dall’obbligo vaccinale coloro che saranno in grado di esibire certificazione medica.) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ/আজল ব্যক্তিগত/পারিবারিক চিকিৎসকের মতামত অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কুলার মেনে অ্যান্টি সারস-কোভ-২ টিকা থেকে অব্যাহতির একটি সার্টিফিকেট প্রদান করবে।

১৫ ফেব্রুয়ারি ২০২২ হতে ৫০ বছরের বেশি বয়সের যেসকল শ্রমিকের কর্মস্থলে প্রবেশের সময় সুপার গ্রীন পাস থাকবেনা তাদের উপস্থিতি গণ্য হবেনা উপরন্তু অন্যায়ভাবে অনুপস্থিত বলে বিবেচিত হবে, তা বেতনের অধিকার ও শাস্তিমূলক পরিণতি ছাড়া এবং কর্মসংস্থানের সম্পর্ক বজায় রাখার অধিকার বজায় থাকবে। 

১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত সুপার গ্রীন পাসও কর্মক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যাবে। কারিগর এবং ফ্রিল্যান্সারদেরও সুপার গ্রিন পাস থাকতে হবে যখন তারা কোন বাড়িতে এবং অফিসের পাশাপাশি স্টুডিওতে কাজ করতে যান। 

সাধারণ গ্রীন পাস

২০ জানুয়ারি হতে নিম্নোক্ত ক্ষেত্রে বাধ্যতামূলক হবে : (Dal 20 gennaio sarà obbligatorio per 🙂

  • নাপিত, হেয়ারড্রেসার ও বিউটিশিয়ানের কাছে অ্যাক্সেসের জন্য (
  • ১ ফেব্রুয়ারি হতে সাধারণ গ্রীন পাস প্রদর্শন নিম্নলিখিত ক্ষেত্রে আবশ্যক 
  • ব্যাংকে প্রবেশের জন্য
  • পোস্ট অফিসে যাওয়ার জন্য
  • মুদি/আলিমেন্টারি ও ফার্মেসী ব্যতীত অন্যান্য যাবতীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে প্রবেশের জন্য
  •  

সুপার গ্রীন পাস

১০ জানুয়ারি হতে নীচের ক্ষেত্রসমূহে আবশ্যকীয়

  • যেকোন পাবলিক ট্রান্সপোর্টে উঠার জন্য
  • বার, রেস্টুরেন্ট, যাদুঘর, হোটেরলের মত পাবলিক স্থানসমূহে যাওয়ার জন্য
  • সুইমিং পুল ও জিমে অংশগ্রহণের জন্য (

যারা টিকা গ্রহণ করেনি 

যারা এখনো টিকা গ্রহণ করেনি তাদের জন্য ১৫ ফেব্রুয়ারি থেকে বৈধ একটি শক্তিশালি/রাফোরছাতো গ্রীন পাস পেতে হলে ৩১ জানুয়ারির মধ্যে প্রথম ডোজ নিতে হবে।

অন্যদিকে যারা টিকা গ্রহণ করবেনা, তাদের পক্ষে ফেব্রুয়ারি হতে নীচের কাজগুলো করা সম্ভবপর হবেনা পাব্লিক ট্রান্সপোর্টে চলাচল (salire sui mezzi pubblici)

  • রেস্টুরেন্ট ও বারে প্রবেশ
  • হোটের ও যাদুঘরে ঢোকা
  • জিম ও সুইমিং পুলে যাওয়া

টিকাবিহীন ব্যক্তিরা কেবলমাত্র সেই দোকানগুলিতে প্রবেশ করতে সক্ষম হবে যেগুলি প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র বা অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করে, যেমন – ফার্মেসি, সুপারমার্কেট, তামাক ব্যবসায়ী এবং হার্ডওয়্যার স্টোর।

নিয়ম অমান্যকারীদের জন্য জরিমানা

টিকা দেওয়ার বাধ্যবাধকতা আগামী ১৫ জুন পর্যন্ত বলবৎ থাকবে। 

যাদের টিকা দেওয়া হয়নি তাদের জন্য ১ ফেব্রুয়ারী ২০২২ থেকে ১০০ ইউরোর এক দফা জরিমানা প্রয়োগ করা হবে। 

চেকিংগুলি রাজস্ব সংস্থা/আজেনছিয়া দেল্লে এন্ত্রাতে দ্বারা পরিচালিত হবে, যা স্বাস্থ্য কার্ড এবং রেজিস্ট্রি অফিস থেকে ডাটা ক্রস-রেফারেন্সের মাধ্যমে সম্পাদিত হবে। 

টিকা দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করে কর্মক্ষেত্রে প্রবেশকারী কর্মীদের জন্য জরিমানাও রয়েছে। বিধান লঙ্ঘনকারীদের জন্য ৬০০ ইউরো হতে ১৫০০ ইউরো পর্যন্ত প্রদানের জরিমানা নির্ধারিত হবে।

যেসকল কোম্পানির মালিকেরা এই চেক করবেনা তাদের জন্য ৪০০ হতে ১০০০ ইউরো প্রদানের মাধ্যমে জরিমানা ধার্য করা হবে। 

 1,201 Visite totali,  3 visite odierne

ঢাকার ইতালিয়ান দূতাবাস

বাংলাদেশ ঢাকার ইতালিয়ান দূতাবাস এড্রেস  Bay’s Edgewater, NE (N) 12 North Avenue, 3rd Floor, Gulshan 2, Dhaka 1212 https://goo.gl/maps/yHTUnNkUwKZWPeXeA    যোগাযোগ  যোগাযোগ করতে টেলিফোন করুন 

 689 Visite totali,  27 visite odierne

Continua a leggere »
Violenza di genere

মানব পাচার মানবাধিকারের একটি গুরুতর লঙ্ঘন

আপনি যদি শোষিত হয়ে থাকেন বা শোষণের স্বীকার হচ্ছেন তাহলে আপনি সহায়তা পেতে পারেন ৮০০২৯০২৯০ নম্বরে ফো্ন করুন ফ্রি-নামবিহীন- ২৪ঘণ্টা সক্রিয় যারা শোষিত হয়েছেন বা

 840 Visite totali,  27 visite odierne

Continua a leggere »
decreto flussi
Asilo e immigrazione

নতুন ডে করে তো ফলুসি ঘো ষণা দে য়া হয়ে ছে , বি দে শী শ্রমি ক দে ড় জন্যে

২০২৩ সালের জানুয়ারির ২৩ তারিকে , ২৯ ডিসেম্বরের DPCM প্রকাশিত হয়েছে (ডেকরেতো ফলুসি ) চাকরির জন্যে ইতালি তে ঢুকার।  বিদেশী শ্রমিক দের কোটা ঘোষিত হয়েছে

 1,096 Visite totali,  27 visite odierne

Continua a leggere »