১ এপ্রিল হতে মাস্ক ও গ্রীণ পাস সম্পর্কিত নতুন আইনসমূহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram

decreto 17 marzo

মাস্ক এবং গ্রীণ পাস ব্যবহারের নতুন নিয়ম ( ১৭মার্চ, ২০২২ এর ডিক্রি) : এখানে মূলত নতুনত্ব এবং নতুন নিয়ম রয়েছে যা ১ এপ্রিল, ২০২২ থেকে কার্যকর হবে।

মনে রাখবেন যে, ৩১ মার্চ হতে কোভিড-১৯ এর জরুরি অবস্থা শেষ হবে। 

 

মাস্কসমূহ 

৩০ এপ্রিল পর্যন্ত নিম্নোক্ত স্থানে এফএফপি২ মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক : 

 

  • গণ পরিবহনে
  • যেসব জায়গায় জনসাধারণের জন্য উন্মুক্ত শো অনুষ্ঠিত হয়

 

অন্যদিকে, কর্মক্ষেত্রে শ্বাসযন্ত্রের সুরক্ষা ডিভাইস ব্যবহারই যথেষ্ট ( এফএফপি২ মাস্ক ব্যবহার আবশ্যক নয়)।

 

কর্মক্ষেত্রে গ্রীণ পাস 

১ এপ্রিল হতে সমস্ত কর্মীরা সাধারণ গ্রীণ পাস এর সাহায্যে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। তবে ১ মে থেকে এটিও আর বাধ্যতামূলক হবেনা।

 

৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত, স্বাস্থ্য পেশার কর্মীদের জন্য এবং হাসপাতাল ও আরএসএ-এর কর্মীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক রয়েছে: যে কর্মীরা এই বাধ্যবাধকতা মেনে চলবে না তাদের কাজ থেকে বরখাস্ত করা অব্যাহত থাকবে। 

 

এমনকি আরএসএ (নার্সিং হোমস), ধর্মশালা এবং হাসপাতালের ওয়ার্ডে দর্শনার্থীদের জন্যও ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রীণ পাস বাধ্যতামূলক, তবে আপনি যদি কোভিড থেকে নিরাময় হয়ে থাকেন এবং গ্রীণ পাস এর অধিকারী হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে কোভিড টেস্টের নেতিবাচক  রিপোর্ট বাধ্যতামূলক নয়। 

 

স্কুল

ডে কেয়ার(আজিলো নিদো), কিন্ডার গারটেন, প্রাথমিক ও মাধ্যমিক, এবং সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য :  অন্তত ৪টি পজিটিভের ক্ষেত্রে উপস্থিতির মাধ্যমে শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে, এবং । যেসকল ছাত্রছাত্রী ৬ বছর অতিক্রম করেছে- তাদের জন্য পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসার শেষ দিন হতে পরবর্তী ১০দিন এফএফপি২ মাস্ক ব্যবহার কাম্য। কোভিড সংক্রমণের জন্য আইসোলেশনে থাকা সমস্ত ছাত্রদের যদি মেডিকেল সার্টিফিকেট থাকে তবে তারা দূর হতে শিক্ষা কার্যক্রম (দাদ) অনুসরণ করতে সক্ষম হবে। ক্লাসে পুনঃপ্রবেশের জন্য  অ্যান্টিজেনিক র‍্যাপিড টেস্ট বা মোলেকিউলার টেস্টের নেগেটিভ রিপোর্টই যথেষ্ট। 

১ এপ্রিল হতে কোভিড পজিটিভের সংস্পর্শে আসা কোন ব্যক্তিকে আর আইসোলেশনে থাকতে হবেনা। অর্থাৎ এক্ষেত্রে কোয়ারেন্টাইন বিলুপ্ত করে কিছু স্ব-পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে : লক্ষণের উপস্থিতিতে পজিটিভের সংস্পর্শে আসার ৫ম দিনে একটি তাম্পোনে/টেস্ট করার মাধ্যমে অত্যাবশ্যকীয় প্রয়োজনে বের হওয়া।

কোভিড পজিটিভ ব্যক্তিদের জন্য আইসোলেশন নিশ্চিত করা হয়েছে : তাম্পোনের নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত বাসায় অবস্থান করতে হবে।

 

অন্যান্য নতুনত্ব

১৭ মার্চের ডিক্রিতে এই মর্মে ঘোষণা দেয়া হয় যে : 

 

  • এলাকাসমূহকে রঙ এর নামে নামকরণের পদ্ধতির অবসান
  • ১ এপ্রিল হতে আউটডোর ও ইনডোর স্পোর্টস সুবিধা ১০০% পুনরায় পূর্বাস্থায় ফেরত আসবে।

 1,136 Visite totali,  3 visite odierne

ঢাকার ইতালিয়ান দূতাবাস

বাংলাদেশ ঢাকার ইতালিয়ান দূতাবাস এড্রেস  Bay’s Edgewater, NE (N) 12 North Avenue, 3rd Floor, Gulshan 2, Dhaka 1212 https://goo.gl/maps/yHTUnNkUwKZWPeXeA    যোগাযোগ  যোগাযোগ করতে টেলিফোন করুন 

 2,405 Visite totali,  9 visite odierne

Continua a leggere »
Violenza di genere

মানব পাচার মানবাধিকারের একটি গুরুতর লঙ্ঘন

আপনি যদি শোষিত হয়ে থাকেন বা শোষণের স্বীকার হচ্ছেন তাহলে আপনি সহায়তা পেতে পারেন ৮০০২৯০২৯০ নম্বরে ফো্ন করুন ফ্রি-নামবিহীন- ২৪ঘণ্টা সক্রিয় যারা শোষিত হয়েছেন বা

 2,557 Visite totali,  9 visite odierne

Continua a leggere »