Categories
aiuti sociali Asilo e immigrazione corsi Evidenza Lavoro Ucraina

ASSOLAVORO :রেফিউজি দেড় কাজ ও সমর্থনের জন্য একটি সেবা

AssoLavoro ,কর্মসংস্থার সংস্থা ও জাতীয় সমিতি,
UNCHRএর সাথে কোলাবোরেট করে ,
“Accoglienza&Lavoro” নামক একটি প্রজেক্ট প্রচার
করছে। প্রজেক্টি আন্তর্জাতিক সুরক্ষা , সাময়িক সুরক্ষা
ও স্পেশাল সুরোক্ষাভাগি দেড় জন্য কাজ এবং কংক্রিট
সহায়তা প্রদান করে।
চলুন দেখি কি কি সেবা দেয়া হয়ে:
যারা ইতালি তে আসছেন তাদের জন্য কর্মসংস্থান টি থেকে
সামাজিক অন্তর্ভুক্তি ও কাজের এক্সেস – সম্পূর্ণ
বিনামূল্যে – এর মধ্যে আছে:
 অভিযোজন ও প্রাথমিক শিক্ষন: বিনামূল্যে ইতালি
তে কাজ এ ঢুকা এবং বিভিন্ন সংস্থার মাদ্ধমে
কাজ শুরু করার প্রথম গঠনমূলক প্রশিক্ষণ।
প্রশিক্ষণ এর সময় ইতালির ধারা দেয়া কি কি
পরিষেবা পাওয়া যেতেন পারে সেই ধারণাটি
আপনাদের হবে।
 দক্ষতার ভারসাম্য: দক্ষতার ভারসাম্য (BdC)
হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস জেতার
মাদ্ধমে শ্রমিক দেড় দক্ষতা ও বেক্তিগত
বৈশিষ্ট বুঝা যে, এতে করে সবচেয়ে উপযুক্ত
কোর্স দেখিয়ে দেয়া যাবে ( সেটা বেসিক বাসার
কোর্স ও প্রফেশনাল কাজের কোর্স হতে পারে )
 বেসিক ইতালিয়ান ভাষার কোর্স: যারা এই কোর্স
টি তে অংশগ্রহণ করবেন , করাকালীন সময় থাকা
ও খাওয়ার খরচ ফিরিয়ে দেয়া হবে এবং তারা
ঘন্টায় €৩,৫০ এর একটি পেমেন্ট এর অধিকারী
হবে। কোর্স শেষ এ সবার একাউন্ট এ €১০০০
ফেরত দিয়ে দেয়া হবে।
 প্রফেশনাল কাজের কোর্স: যারা এই কোর্স টি তে
অংশগ্রহণ করবেন , করাকালীন সময় থাকা ও
খাওয়ার খরচ ফিরিয়ে দেয়া হবে এবং তারা ঘন্টায়
€৩,৫০ এর একটি পেমেন্ট এর অধিকারী হবে।
কোর্স শেষ এ সবার একাউন্ট এ €১০০০ ফেরত
দিয়ে দেয়া হবে ( শুধু মাত্র তারা যারা
ইতালিয়ান বেসিক কোর্স থেকে টাকা তা
পাননি)
যারা কোর্স এ অংশগ্রহণ করবে তাদের কি কি অধিকার:
যারা আন্তর্জাতিক সুরক্ষা , সাময়িক সুরক্ষা ও স্পেশাল
সুরক্ষায় আছেন এবং বেসিক অথবা প্রফেশনাল কোনো
কোর্স , অথবা কর্মসংস্থান সংস্থা তে নাম লিখিয়েছেন
তাদের কিছু গুরুত্বপূর্ণ বোনাস এ অধিকার আছে। চলুন
দেখি:
 আসিলো নিডোর বোনাস: বাচ্চার ৩ বছর বয়স ও
নিডো শেষ না হয়ে পর্যন্ত ম্যাশ এ €১৫০ এর একটি বোনাস পাবেন।
 শিক্ষাগ্রহণ সহযোগিতা ও বোনাস: : রয়েছে:
স্টুডেন্টস দেড় জন্য যা সুভিদা রয়েছে:
1. বই , খাতা ও অন্য মেটেরিয়াল কিনার জন্য
বোনাস (€২০০)
2. যেসব স্টুডেন্টস "সেরালে" স্কুল এ যে , তাদের
জন্য বই , খাতা ও অন্য মেটেরিয়াল কিনার জন্য
বোনাস (€২০০)
3. ভার্সিটির ট্যাক্স পে করা স্টুডেন্টস দেড় জন্য
একটি বোনাস (€২০০)
4. "এপ্রেনদিস্তাতো লেভেল ১ ও ৩" দেড় জন্য বই
খাতা ও অন্য মেটেরিয়াল এর বোনাস (€২০০)
 নেউবর্ন ববির প্রাথমিক খরচ এর ক্যাশব্যাক:
এই বোনাস টি হচ্ছে ৩ বছর বয়স পর্যন্ত বাচ্চার
পিছনে যা খরচ হয়েছে সেটার একটি অংশ ফেরত
নেয়ার সুভিদা , বোনাস টি সর্বোচ্চ €৮০০ এর
হবে। যার যতগুলো বাচ্চা আছে সে ততবার আবেদন
করতে পারবে ।
 মানুষিক চিকিৎসার বোনাস: নিজের জন্য অথবা
পরিবারের যেকোনো শোধসাসের জন্য মানুষিক
চিকিৎসার যেই খরচ টি সেটা বোনাস এর মাদ্ধমে
ফেরত দেয়া হবে , জনপ্রতি €২০০ করে

বিস্তারিত জানতে ভিসিট করুন : প্রজেক্ট
“Accoglienza&Lavoro”