এফএকিউ- সচরাচর জিজ্ঞাসয
হ্যাঁ, আপনি রেসিডেন্সের নিমিত্তে নাগরিকত্বের আবেদন করতে
পারেন (রাষ্ট্রের নাগরিক অধিকার পাওয়া)
প্রয়োজনীয় বিষয়াবলী :
ইতালির অভ্যন্তরীণ অঞ্চলে কমপক্ষে পাঁচ
বছরের রেসিডেন্স থাকতে হবে;
শরণার্থী অবস্থার বৈধতার প্রমাণীকরণ
পের্মেস্স দি সজ্জর্ণ(বা মেয়াদোত্তীর্ণ
পের্মেস্স দি সজ্জর্ণ ও নবায়নের আবেদনের
রসিদ/রিচেভুতা);
শরণার্থী মর্যাদার স্বীকৃতির সার্টিফিকেটের
কপি;
আদালত বা পৌরসভা কর্তৃক প্রদত্ত/জারিকৃ্ত
জন্ম সনদ, স্বাক্ষরের প্রমাণসহ ও মার্কা দা
বল্লো ছাড়া উক্ত জন্ম সনদটি নোটারিকৃ্ত
হতে হবে এবং নিজ দেশে ফৌজদারি অপরাধের
কোন রেকর্ড নেই এই মর্মে পুলিশি
সার্টিফিকেট ;
সর্বশেষ তিনটি ট্যাক্স রিটার্ন/রেদ্দিতি ।
হ্যাঁ, আপনি রেসিডেন্সের নিমিত্তে নাগরিকত্বের আবেদন করতে
পারেন (রাষ্ট্রের নাগরিক অধিকার পাওয়া)
প্রয়োজনীয় বিষয়াবলী :
নাগরিকত্বের আবেদনের জন্য নিম্নোক্ত বিষয়াদি প্রয়োজন :
একটি স্পিড আইডেন্টিটি করতে হবে। স্পিড আইডি বিনামূল্যে
সক্রিয়/অ্যাক্টিভ করা যায় এবংআজেনৎছিয়া পের লিতালিয়া
ডিজিটালে এর ওয়েবসাইটের
(https://www.agid.gov.it/it/piattaforme/spid ) তালিকাভুক্ত
যেকোন একটি অনুমোদিত সরবরাহকারীর সাহায্যে এটি করা
যেতে পারে। রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজন : একটি ইমেইল;
একটি মোবাইল ফোন নম্বর; বৈধ সনাক্তকারী ডকুমেন্ট ও
ফিসকাল কোডসহ স্যানিটারি কার্ড।
পোর্টালে লগ ইন করুন
http://www.libertaciviliimmigrazione.dlci.interno.gov.it/it/servizi-online এই ওয়েবসাইটে প্রবেশকরণপূর্বক “আচ্চেদি কন
স্পিড” এই অংশে প্রেস করে পোর্টালে লগ ইন করতে হবে।
নিম্নোক্ত তথ্যসমূহ সংযোজন করার মাধ্যমে টেলিম্যাটিক
ফর্মটি পূরণ করতে হবে :
হ্যাঁ, আপনার পের্মেস্স দি সজ্জর্ণের ধরণ যেমনই হোকনা কেন
আপনি বিয়ের মাধ্যমে ইতালিয়ান নাগরিকত্বের আবেদন করতে
পারেন(এমন কি আপনি এসাইলাম প্রার্থী বা আন্তর্জাতিক
আশ্রয়লাভের অধিকারী হলেও এই আবেদন করতে পারবেন)।
প্রয়োজনীয়তা:
রাষ্ট্রবিহীন ব্যক্তি (গ্রীক আ-পলিস শব্দ যার অর্থ "শহর
ব্যতীত" হতে আগত) হলো এমন কোনও পুরুষ বা মহিলা যার
কোনও রাষ্ট্রের নাগরিকত্ব নেই। অনেক রাষ্ট্রবিহীন ব্যক্তি
শরণার্থী, তবে সকল শরণার্থী রাষ্ট্রহীন নয় ও আবার অনেক
রাষ্ট্রবিহীন ব্যক্তি কখনোই কোন দেশের সীমান্ত অতিক্রম
করেনি।
রাষ্ট্রহীনতার অবস্থা কোনও ব্যক্তির পছন্দ বা ইচ্ছার উপর
নির্ভর করে না। আপনি নিম্নলিখিত যেকোন একটি (বা অধিক)
কারণের জন্য রাষ্ট্রবিহীন হতে পারেন :
ইতালিতে রাষ্ট্রহীনতা নির্ধারণের জন্য ২ টি পদ্ধতি রয়েছে ।
প্রশাসনিক পদ্ধতি মোতাবেক নীচের নথিগুলি সংযুক্তকরণ
পূর্বক রাষ্ট্রবিহীন হিসাবে স্বীকৃতি চাওয়ার নিমিত্তে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিকট একটি নিবন্ধিত চিঠি প্রেরণ
করতে হবে :
● জন্ম সার্টিফিকেট
● রেসিডেন্সের সার্টিফিকেট এবং পের্মেস্স দি সজ্জর্ণের
সত্যায়িত কপি
● রাষ্ট্রহীনতা প্রমাণের উপযোগী যেকোন
ডকুমেন্ট(যেমন – সংশ্লিষ্ট দেশটির কনস্যুলার
কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত সার্টিফিকেট, বা প্রয়োজন
সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বশেষ অবস্থানরত
দেশটিও নাগরিকত্বের ভিন্নতা প্রদর্শন করে)
● আপনার ডকুমেন্টসমূহ যদি কোন ভিন্ন দেশ হতে আগত
হয় তবে অবশ্যই সেসব অনুবাদকৃত এবং আইনীকরণ
হতে হবে
আইনসিদ্ধভাবে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিলেই প্রশাসন
রাষ্ট্রহীনতা স্বীকার করবে
প্রক্রিয়ার গড় সময়কাল : দুই বছর
প্রশাসন কর্তৃক আবেদন প্রত্যাখ্যাত হলে জজের সম্মুখে
আবেদন উপস্থাপন করা যাবে (বিচারিক প্রক্রিয়া)
বিচারিক কার্যক্রম কেবল একজন আইনজীবীর উপস্থিতিতেই
সম্ভব। যে আবেদনকারী আইনী ফি এর ব্যয় বহন করতে পারবেন
না তিনি রাষ্ট্রের অধিনস্থ আইনী সহায়তা ব্যবস্থা
গ্রহণের(পাত্রোচিনিও) আবেদন করতে পারবেন।
আইনজীবী কর্তৃক অ্যাক্ট এর প্রস্তুতি গ্রহণ।
রাষ্ট্রহীনতার জন্য আবেদনকারীর থাকার জায়গার ভিত্তিতে
উপযুক্ত আদালতের ” ইমিগ্রেশন, আন্তর্জাতিক সুরক্ষা এবং
ইইউ নাগরিকদের বিনামূল্যে চলাচল সম্পর্কিত বিশেষ
বিভাগসমূহ(সেচ্ছিইয়নে স্পেশালিজ্ঝাতে ইন মাতেরিয় দি
ইম্মিগ্রাচ্ছিয়নে, প্রোতেৎৎচ্ছিয়ন ইন্তেরনাৎচ্ছিয়নালে এ
লিবেরা চিরকোলাৎচ্ছিয়নে দেই চিত্তাদিনি দেল্ল’উনিয়নে
এউরোপা)” তে এই মামলাটি দায়ের করা যাবে।
যে ব্যক্তি ইতিমধ্যে পের্মেস্স দি সজ্জর্ণের অধিকারী
সংশ্লিষ্ট আইন মোতাবেক রাষ্ট্রবিহীন মর্যাদার জন্য সেই
আবেদনকারীর জন্য পের্মেস্স দি সজ্জর্ণ প্রদানের বিধান
দেওয়া হয়েছে। যাইহোক, কিছু পুলিশ সদর দফতর, রাষ্ট্রহীন
ব্যক্তিদের স্থিতি সম্পর্কিত নিউইয়র্ক কনভেনশনের চেতনা
ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক ইউএনএইচসিআর
নির্দেশিকার অন্তর্গত সূচকসমূহের একটি ব্যাখার ভিত্তিতে
পের্মেস্স দি সজ্জর্ণ নেই এমন ব্যক্তিকেও পের্মেস্স দি
সজ্জর্ণ প্রদান করে যদি সংশ্লিষ্ট ব্যক্তি প্রদর্শন করতে
সক্ষম হয় যে, রাষ্ট্রহীনতা নির্ধারণের প্রক্রিয়া মুলতুবি
রয়েছে।
ইতালিতে, স্বীকৃত রাষ্ট্রবিহীন ব্যক্তিদের আনুষ্ঠানিক
পদ্ধতির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কাজ এবং অবসর গ্রহণের
সুযোগ রয়েছে। এছাড়াও তারা নিম্নোক্ত বিষয়াদিরও অধিকারী :
● ৫ বছর মেয়াদ সম্বলিত রাষ্ট্রহীনতার পের্মেস্স দি
সজ্জর্ণ
● ভ্রমণের নথি/ডকুমেন্ট